২০১৯ সালে যোগ দেওয়ার পর থেকে নানা অনিয়মে অভিযুক্ত যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ অবশেষে কর্মস্থল ছেড়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দেন সহকর্মীরা। এর আগে গত ১১ আগস্ট বদলি হলেও আদেশ ঠেকাতে তার বিরুদ্ধে দেনদরবার করার অভিযোগ উঠে। এ সময় তিনি একদিনের ছুটি নিয়ে এক সপ্তাহ কর্মস্থলে উপস্থিত না হয়ে ঢাকায় ছোটাছুটি করেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে।
এ বিষয়ে গত ৩১ আগস্ট দৈনিক কল্যাণে ‘হদিস নেই ঝিকরগাছা কৃষি কর্মকর্তা মাসুদের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলাজুড়ে আলোচিত হলে নামসর্বস্ব পত্রিকায় প্রতিবাদ দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন মাসুদ।
এর আগে গত ১১ আগস্ট উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বহিরাঙ্গন কর্মকর্তা হিসেবে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশকে ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন অফিসে বদলি করা হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ হোসেন পলাশ ২০১৯ সালে সেপ্টেম্বরে কৃষি কর্মকর্তা হিসেবে ঝিকরগাছায় যোগ দেন। পরে নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে কৃষি অধিদপ্তর একাধিক তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে সত্যতা পায়।
মাসুদ হোসেন পলাশের বিরুদ্ধে যশোর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পসহ ৮-১০টি প্রকল্পে অনিয়মে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অভিযোগের সত্যতাও পায় তদন্ত কমিটি। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা (অলিখিত অ্যাকাউন্টেন্ট) মহাদেব কুমার দাশকে বাঘারপাড়ায় বদলি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার। তিনি সরেজমিনে আসলে ঝিকরগাছা উপজেলার ২০-২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তারা মাসুদ হোসেন পলাশের অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, সরকারি প্রদর্শনী প্লটে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নামে কাগজে-কলমে বরাদ্দ দেখানো হলেও মূলত তারা কিছুই জানেন না এবং সেই সব প্রদর্শনীও বাস্তবে রূপ দেওয়া হয় না এবং কিছু স্থানে প্রদর্শনী হলেও মালামাল দেওয়া হয় সীমিত। এ ঘটনায় মাসুদ হোসেন পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান উপপরিচালক।
এছাড়া ঝিকরগাছার মাশরুম চাষি ইমাদুলের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠে মাসুদ হোসেন পলাশের বিরুদ্ধে। ইমাদুলের অভিযোগের ভিত্তিতে যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক দীপঙ্কর দাশের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা মেলে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে খুলনার রুপসা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন। তিনি ঢাকায় ট্রেনিংয়ে আছেন। দ্রুতই যোগ দিবেন। তবে যোগ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) আব্দুস সামাদ উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।