1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

আইনজীবী হত্যার প্রতিবাদে যশোরে আইনজীবীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আদালতপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহতের ঘটনায় দোষীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে করেছে আইনজীবীরা।

আজ বুধবার বেলা ১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এ কর্মসূচী থেকে ইসকনকে দেশদ্রোহী, সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন দাবি করে তা নিষিদ্ধের জোড় দাবি জানানো হয়। দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায় অন্যথ্যায় আদালত বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন যশোরের আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব ও জজ আদালতের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা এম.এ গফুর। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন রোকনুজ্জামান।

বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থীতিশীল অবস্থায় নেয়ার অপচেষ্টায় বিভিন্ন দাবি নিয়ে কিছু সাম্প্রদায়িক সংগঠন সংগঠতি হচ্ছে। তারা অতীতের সৈরাচারের দোষর। যারা ভারতে পালিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এ চক্র বাংলাদেশকে ও অন্তবর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এপিপি সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনজীবী বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করবো।

বক্তরা আরও বলেন , পেশাগত দায়িত্বপালনকরা কালে সাইফুলকে হত্যা করা হয়েছে। যা মেনে নেয়ার না। আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ^াসী। আমরা আইনগতভাবেই হত্যাকারীদের বিচার চাই। এ বিষয়ে যদি দ্রæত আইনগত ব্যবস্থা না নেয়া হলে আদালত বর্জন করে রাজপথে অবস্থান নেয়ার আল্টিমেটাম দেন যশোরের আইনজীবীরা।

কর্মসূচীতে অংশ নেন সিনিয়র আইনজীবী আব্দুল মোহায়মেন, মাহাবুবুর রহমান, মোস্তাফা মন্টু, কাজী মসরুর মুর্শীদ বাপী, হাজী আনিছুর রহমান মুকুল,রুহিন বালুজ, মুক্তাদিরুল হক, রাজু আহম্মেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট