1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

আঙুলের ছাপ যাচাই ছাড়াই ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে
নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই অবস্থায়, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।
এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই উল্লেখ্য করে মাঠ কর্মকর্তাদের  দেয়া চিঠিতে জানানো হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না। এই অবস্থায়, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে কেউ আবেদন করলে আগে তার আঙুলের ছাপ ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে মিলিয়ে দেখা হতো। এখন এ ব্যবস্থা কেবল চট্টগ্রাম অঞ্চলের নতুন ভোটারদের ক্ষেত্রে বলবৎ থাকবে। চট্টগ্রাম ব্যতীত অন্যান্য অঞ্চলের নাগরিকদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে। মূলত সময় কমছে। কেননা এখন থেকে সমতলের কেউ নতুন ভোটার হতে এলে আঙুলের ছাপ রোহিঙ্গা ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে না। এতে সময় কম লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট