দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। মঙ্গলবার (২৮) তারিখ সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়িতে ভিডিও বার্তার মাধ্যমে ভোট থেকে সরে দাড়ানোর এ ঘোষনা দেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ক্ষোভের সাথে বলেন, ২০১৯ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছিলেন দলীয় নেতকর্মীদের ষড়যন্ত্রের কারণে আমি সেই বার ফেল করি। এইবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে এতোদিন প্রচার প্রচারনা নিয়ে ভোটের মাঠে ছিলাম। এবারও দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারনে আমি উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালাম। তিনি ভিডিও বার্তায় আরো বলেন আমি জনগণের সাথে ছিলাম আছি থাকবো জনগন যাকে ইচ্ছে তাকে ভোট প্রদান করুক। আমি কাউকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে যাচ্ছিনা।