৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টিতে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সুষ্ঠুভাবে ভোট শেষ হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, দেশের বড় একটি রাজনৈতিক দল না আসায় ভোট কম পড়েছে। ভোটে সামান্য হাতাহাতির ঘটনা আছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি। স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ শেষ হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, বিচ্ছিন্ন হাতাহাতির কারণে ৩৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে এক থেকে দুজনের অবস্থা গুরুতর হতে পারে।
আজ সকাল ৮টা ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলে। এরমধ্যে ১৩২ উপজেলায় ব্যালট পেপারে এবং ২৪টি ইভিএমে ভোট নেয়া হয়েছে।
এই ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।