ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যায় মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা গোয়েন্দা পুলিশের। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।
এমপি আনার হত্যার তদন্তে রোববার (২৬ মে) সকালে ডিএমপির ডিবি প্রধানের নেতৃত্বে তিন সদ্যসের দল ভারত যায়। রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ডিবির ডিসি ওয়ারী মো. আব্দুল আহাদ, এডিসি ওয়ারী শাহিদুর রহমান।
হারুন অর রশীদ জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। একই সাথে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় আসবে। কলকাতায় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবির টিম। এখনও মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশরে সাথে মরদেহ শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা। একইসাথে কলকাতায় গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশে পুলিশ।