1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী মামলার হাজতির মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সৈয়দ মোহাম্মদ তিতুমীর নামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৭ বছর।

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের কারারক্ষী মো. সুজন জানান, রাতের দিকে হাজতি তিতুমীর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

কারারক্ষী মো. সুজন আরও জানান, হাজতি তিতুমীর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং ২৩১০০/২৪। পিতার নাম মৃত সৈয়দ হাসান আলী।

চিকিৎসকের বরাত দিয়ে হাজতি সৈয়দ মোহাম্মদ তিতুমীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের পর কারাগার কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট