1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

কোটা আন্দোলন: একাধিক জেলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের একাধিক জেলায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত সিলেট, চট্টগ্রাম ও বরিশালে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার দুপুরের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এরপরও শিক্ষার্থীরা প্রায় একঘণ্টা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম টাইগারপাস এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট