আজও প্রতিপক্ষের হামলায় আহতের ক্ষত ও বাবা হারাবার ব্যথা বয়ে বেড়াচ্ছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের মোহাম্মদ রেজা। ২০২১ সালে জমি সংক্রন্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় বাবা নুরুলকে হারিয়েছেন তিনি। ঘটনার এতো বছর পরও পাননি সঠিক বিচার। ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর পড়েছেন আরও চাপে। বাবা হত্যার আসামীরা রেজাকে করেছে বাড়ি ছাড়া। বাড়ি ফিরলেই তার মৃত্যু নিশ্চিত বলে হুমকি আসছে।
ভুক্তভোগী রেজা জানান, দীর্ঘদির ধরে তাদের সাথে একই ইউনিয়নের হাশিমপুর গ্রামের মৃত আলমগীর আলীর ছেলে রাসেল রেজা নামে এক ব্যক্তিদের বিরোধ চলে আসছিলো। ২০২১ সালেল ৯ ডিসেম্বর বিকালে নুরুল ইছালী স্কুল মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার ছেলে রেজা বাঁধাদিতে এলে হামলাকারীরা তাকেউ এলোপাতাড়ি মারপিট করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে নুরুলের মৃত্যু হয়। এরপর রেজা অজ্ঞাত স্থান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তারপর থেকে আজও রেজা আর বাড়িতে ফিরতে পারেনি। দিতে পারেনি তার বাবার কবর। ভোগ-দখল করতে পারেনি পৈতৃক সম্পতি। এ ঘটনার দ্রুত সমাধান চেয়েছেন রেজা।