যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এসএম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ মে) এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে সুপ্রিম কোর্টের আদেশ ও গতকাল শনিবার নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, কাউন্সিলর সিদ্দিকুর রহমানমনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং সিদ্দিকুর রহমানের কাগজপত্রের ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল হয়।