যশোর, রোববার: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের কর্মে ফেরার আহ্বান জানিয়েছেন চৌগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করা সাধারণ ছাত্র-ছাত্রীরা।
রোববার সকালে চৌগাছা থানা প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি থানার সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দেয়, যার মধ্যে ছিল “পুলিশের ধর্ মানব সেবা”, “পুলিশ জনগনের বন্ধু”, “পুলিশের রক্তও লাল” এবং “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ”।
বিক্ষোভকারীরা পুলিশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পুলিশের কাজে ফিরে আসা জরুরি, কারণ দেশের জনগণের নিরাপত্তা এবং সেবা প্রদান করতে পুলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য পুলিশের কার্যক্রম খুবই প্রয়োজন।
বিক্ষোভ শেষে ছাত্র-ছাত্রীরা স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুততম সময়ের মধ্যে পুলিশের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান।