চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়নে পরিষদে নিয়ম না মেনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারী ইউপি সদস্য নাজির বেগকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এই বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছে ইউনিয়নের আরেক ইউপি সদস্য মো. ফারুকুল ইসলাম গাজী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন নির্বাচনের ৯০ দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান না করা হলে এটি নিয়মের মধ্যে পড়ে না।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ওই ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম।
তিনি বলেন, ৫ আগস্টের পর চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসেন না। মাঝে মাঝে আসেন। গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান নিজ এলাকায় সকল ইউপি সদস্যদের ডেকে ভোটাভোটির মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। ওইসব কাগজপত্র আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছি।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ফারুকুল ইসলাম গাজী বলেন, চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি পরিষদে আসতে না পেরে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার উদ্যোগ নেন। দুজন প্যানেল চেয়ারম্যান পদে প্রার্থী হন। এর মধ্যে ভোটে নাজির বেগ ৬ ভোট পান এবং আমি ৬ ভোট পাই। কিন্তু নাজির বেগ যুবলীগ নেতা হওয়ার কারণে তাকে চেয়ারম্যান নিজের ভোট দিয়ে নির্বাচিত করেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় ৩ সেপ্টেম্বর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তিনি আমাদের সকল ইউপি সদস্যকে গত ১১ সেপ্টেম্বর উপজেলা পরিষদে ডেকে বিষয়টি জেনেছেন। তিনি বলেছেন এই বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন। আর চেয়ারম্যানের বিষয়ে বলেছেন উনি পরিষদে বসলে আমাদের কোন সমস্যা আছে কিনা। আমরা সকল ইউপি সদস্য বলেছি চেয়ারম্যান যদি পরিষদে বসতে পারে আমাদের কোন সমস্যা নেই।
ছাত্রদের ওপর হামলাকারী ও চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত করা প্যানেল চেয়ারম্যান নাজির বেগ এর কাছে বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।
এদিকে গত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় হাইমচর থানায় মামলা করেছেন আহসান হাবিব নামে উপজেলা ছাত্রদলের নেতা। ওই মামলায় চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী আসামি। এছাড়াও সদরের আরেক মামলায় আসামি ওই চেয়ারম্যান। মামলার আসামি হওয়ায় তিনি এখন পলাতক। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) উম্মে সালমা নাজনীন তৃষা এই বিষয়ে বলেন, আমি অভিযোগ পেয়েছি। ইউপি সদস্যদের ডেকে কথা বলেছি। প্যানেল চেয়ারম্যান নির্বাচনের পরে ৯০ দিনের মধ্যে করার কথা। এই পরিষদে তখন করা হয়নি। তাহলে এটি এখন করার প্রশ্নই আসে না। তারপরেও আমি এই বিষয় সংক্রান্ত কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি।