ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গতকাল বাঘারপাড়ায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ জাবির ফুটবল একাদশ বনাম শহিদ আব্দুল্লাহ ফুটবল একাদশ। বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ক্রীড়া ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ। খেলা নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।