গ্রামে কবরস্থানের জমি নিয়ে শত্রুতার জের ধরে একই এলাকার প্রতিপক্ষের হামলা শিকার হলেন রফিকুল ইসলাম( ৪৫) নামে এক ব্যক্তি।
প্রতিপক্ষের দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে শনিবার সকালে যশোর জেলা স্কুলের বটতলার মোড়ে ছুরিকাঘাত করেছে।
আহত রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উচ্ছে পাড়া গ্রামের মৃত বারেক তরফদারের ছেলে। তিনি বর্তমানে চাঁচড়া ভাতুড়িয়া এলাকায় বসবাস করেন। তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রফিকুল ইসলাম বলেন,সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গান্দুলিয়া গ্রামের আবু জাফর (৫২), তার ছেলে হারুনুর রশিদ (৩০), উচ্ছেপাড়া গ্রামের আবুল তরফদারের ছেলে আব্দুল মালেক (২৮)
তারা যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকায় বসবাস করেন। এলাকায় নিজ গ্রামে কবরস্থানের জমি নিয়ে তাদের সাথে গোলযোগ হয়ে আসছিল।এই ঘটনার জের ধরে শনিবার সকালে জেলা স্কুলের পাশে বটতলা মোড়ে তারা চাকু দিয়ে এলোপাথাড়িভাবে আমাকে আঘাত করে এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পথচারীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।