আজ সকালে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার রুকুন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন দীর্ঘ কয়েক দশক ধরে যারা জামায়ত ইসলামীকে পরিচালনা করত এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করেছিল এই স্বৈরাচারী সরকার তাদেরকে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে হত্যা করেছে। স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে ছাত্রজনতা। তাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের বছরের স্বৈরাশরের পতন ঘটল পালিয়ে যাওয়ার মাধ্যমে। জালিম স্বৈরশাসক ভারতে পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, এ আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে সকল পরিবারের পাশে দাড়িয়েছে প জামায়ত। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও জাতির ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়ে জামাত। এ কারণে জামায়তকে নিয়ে সাধারণ মানুষ স্বপ্ন দেখে শুরু করেছে। মানুষ আজ একটি ইনসাফ পণ্য পূর্ণ সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে। তাই ইনসাফ সময় সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য জামায়তের বুকুনকে আরো দায়িত্বশীল হতে হবে।
রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক জননেতা মাওলানা আজীজুর রহমান,যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এর সম্মেলন অনুষ্ঠিত হয়।