যশোরের ঝিকরগাছায় ‘রূপসী বাংলা’ এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রেলস্টেশনে এ মানববন্ধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির আয়োজনে দেড় ঘণ্টাব্যাপী এ সমাবেশে এলাকার রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও স্থানীয় জনগণ সংহতি প্রকাশ করে করে কর্মসূচিতে মিলিত হয়।
পরে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেসটি মানববন্ধনে এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। এ সময় ট্রেনে থাকা কর্মকর্তারা ঝিকরগাছায় স্টপেজের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
মানববন্ধনে এক্সপ্রেসের স্টপেজ ও একশ’ আসনের দাবি করা হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা, সাধারণ সম্পাদক ইমরান সামাদ হাসান নিপুন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাফিজুর রহমান চৌধুরী, ঝিকরগাছা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ফ্রেন্ডস টুয়েন্টির আরাফাত কল্লোল, শাহজাহান আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঝিকরগাছার উপর দিয়ে স্বল্পসময়ে-সাশ্রয়ী খরচে ঢাকা যাবে ট্রেনটি। অথচ ঝিকরগাছাবাসী এটির সুবিধা পাবে না তা হবে না। ফুলের রাজধানীতে উৎপাদিত ফুল যথাসময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাসময়ে পৌঁছানোর জন্য ঝিকরগাছায় স্টপেজ দিতে হবে। নইলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।