ঝিকরগাছা থেকে চুরি যাওয়া ৩শ’ বস্তা চাউল মহেশপুর থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একই সাথে এ ঘটনার সাথে জড়িত দুইচোরকে আটক করেছে তারা।
আটককৃতরা হলেন, ঝিনাইদহর কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মহিদুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ওরফে নাঈম ও একই জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিবি জানায়, পহেলা ডিসেম্বর রাতে ঝিকরগাছা হাড়িয়াদেয়াড়া গ্রামের আলামিন অটো রাইস মিল থেকে ৩শ’ বস্তা চাউল ক্রয় করে ঝিকরগাছা ষ্টেশন রোডের চাউল ব্যবসায়ী মেসার্স রাজু এন্টারপ্রাইজ চাউল চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য ট্রাক ভাড়া করেন। ওই ট্রাক ড্রাইভার ভুয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে মিল থেকে ঐ দিন রাত ১০ টায় চাউল ট্রাকে লোড দিয়ে গন্তব্যস্থানে পৌছে না দিয়ে চুরি করে নিয়ে যায়। পরে চাউল ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ড্রাইভারকে সনাক্ত করে ৩শ’ বস্তা চাউল উদ্ধারসহ আসামীদেরকে আটক করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।