1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিট খারিজ দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে: হাইকোর্ট যশোরে নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মীদের ব্যতিক্রমী মিলনমেলা যশোরে বেড়েছে খুন, ধর্ষণ, নির্যাতন, অপহরণ ও মাদকদ্রব্য উদ্ধার মামলা এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি যশোরে জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল যশোরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নিপীড়িত জনতার মিলনমেলা যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন হোটেলে একসঙ্গে রুম নেওয়া নারীকে খুঁজছে পুলিশ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বদিউল আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানে ফিরবে এবং জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনও এই সরকারই আয়োজন করবে।’ নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মুজমদার এমন আশা করছেন। সেজন্য এই সরকারের মেয়াদ আগের মত ৯০ দিনের চেয়ে বেশি সময় করার পক্ষে তিনি।

রোববার (৮ ডিসেম্বর) সকালে সংসদ সচিবালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বদিউল আলম মুজমদার। সভায় সিটি করপোরেশন পৌর সভার সাবেক মেয়র, ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নির্বাচন ব্যবস্থা নিয়ে মত জানান।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা একটু বাড়াতে হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয়। যাতে সত্যিকারে সুষ্ঠু নির্বাচন হয়।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে করা দুটি রিট আবেদনের ওপর আগামী ১৭ ডিসেম্বর হাই কোর্ট যে রায় দেবে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে বলে আশা করছেন বদিউল। তিনি বলেন, আজকে মতবিনিময় সভায় অনেকেই বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনটা যেন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অধীনে করা হয়। অনেকেই প্রথমে স্থানীয় সরকারের নির্বাচন তার পরে জাতীয় সরকারের নির্বাচন করার কথা বলেছেন।

১৭ ডিসেম্বর রায়ের পরে আবার বসবেন বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

একজন স্থানীয় সরকার প্রতিনিধি বলেন, পরিবেশ তৈরি হলেই আমরা বলেছি নির্বাচনের কথা। স্থানীয় ও জাতীয় নির্বাচন কিভাবে একসাথে করা যায় বা অল্প সময়ের মধ্যে করা যায় সেটা। স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়। আগের দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন আর চাই না। স্থানীয় নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকবে না।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার চেয়েছেন প্রতিনিধিরা। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, শেষ দিন পর্যন্ত প্রস্তাবনা নেয়া হবে। এ মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচন তার অধীনেই হওয়া উচিত। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা আগের দিন পর্যন্ত প্রস্তাব নেব। কারণ পরিশীলিত করার সুযোগ থাকবে আমাদের। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই।’

স্থানীয় সরকারকে স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট