1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

দূর্গোৎসব নিশ্ছিদ্র নিরাপত্তার সাথে পালনে সর্বাত্মক সহায়তা করবে বিএনপিঃ অমিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু শান্তি পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তার সাথে পালনে সর্বাত্মক সহায়তা করবে বিএনপিদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব নিশ্ছিদ্র নিরাপত্তা,আনন্দ ঘন পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালন করতে পারে তার জন্য দেশব্যাপী বিএনপি প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দও এবারে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের কাজ হচ্ছে সনাতন ধর্মের ভাই বোনদের পাশে থাকা। যাতে করে তারা তাদের এই ধর্মীয় অনুষ্ঠান টি নির্বিঘ্নে পালন করতে পারে। এখানে নিজেদের জাহির করার কিছু নেই।

যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত  দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার  বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ ধরে দেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য লড়াই করেছি। আজকে ১৬ বছর পরে আমাদের দেখানোর কিছু নেই। আমরা যেটুকু পারি কিংবা পেরেছি  সদ ইচ্ছা এবং আন্তরিকতা দিয়ে করবার চেষ্টা করেছি। তাই আসন্ন শারদীয় উৎসবে দলীয় নেতাকর্মীদের কোন মাতব্বরি নয়, মন্ডপ পাহারা দিতে হবে। আমাদের কাজ হচ্ছে পর্যবেক্ষণ করা। যাতে কোন দুষ্কৃতিকারী অনাকাঙ্ক্ষিত ঘটানোর সুযোগ না পায়। দলের কোন পর্যায়ের নেতাকর্মী মাতব্বরি নিয়ে যদি সংঘাতে জড়ায় তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌধুরী শহিদুল ইসলাম নয়নের জীবন থেকে শিক্ষা নিতে হবে। কিভাবে তিনি মানুষের সাথে মিশেছেন। কিভাবে দলীয় নেতাকর্মীদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট