জনগণের সাথে সরকারের সম্পর্ক তৈরিতে ব্রিজ হয়ে কাজ করাই কর্মকর্তাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ছাত্র বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের প্রেতাত্মারা এখনো আছে। বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কেউ যেনো বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত করতে না পারে সেজন্য ছাত্র-জনতার ঐক্য বিনষ্ট করতে দেওয়া যাবে না। জনগণের অংশগ্রহণ ছাড়া সরকার ভালো কাজ করতে পারে না, টিকেও থাকতে পারে না। আসন্ন শারদীয় উৎসব আনন্দঘন পরিবেশে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাহ উদ্দিন, ফায়ার স্টেশন কর্মকর্তা বাবু নয়ন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, বিএনপি নেতা খোরশেদ আলম, ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা জামায়াতের সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, মাহবুব উল আলম, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাংবাদিক ইলিয়াস উদ্দীন ও তরিকুল ইসলাম। বিকেলে প্রধান অতিথি বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল গালর্স স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ রোধে বিআরডিবির উদ্যোগে সচেতনমূলক সভা করেন। পরে গদখালী-পানিসারা ফুল সেড পরিদর্শন করেন।