বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল মালেক খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ নুরুল আমিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যান্যরা। সম্মেলনে আগামী ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করানো হয়। উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হাই, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোঃমনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক মোঃ সাহেব আলীসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।