বাঘারপাড়ায় শনিবার এক দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই মানববন্ধন করেন।নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দক্ষ নার্সদের পদায়নের এক দফা দাবি নিয়ে মূলত তারা এ মানববন্ধন করেন।
নার্সরা বলেন, আমরা চাকরির শুরুতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে জয়েন করি এবং একই পদ নিয়েই অবসরে যাই। আমাদের কোনো পদায়ন হয় না। এ ছাড়া পদে পদে আরও নানা ধরনের বৈষম্যের শিকার হই।তারা আরও বলেন, আমরা ঈদ কিংবা কোরবানির সময়ে ছুটি না কাটিয়ে মানুষকে সেবা দেই, অথচ আমাদের সঙ্গে কত বৈষম্য।