উপজেলার চাড়াভিটা বাজার সংলগ্ন একটি বাড়িতে ভয়াভহ অগ্নিকান্ড হয়েছে। আগুনে টিনশেটের ঐ বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই। চারজন দিন মজুর পরিবারের সব পুড়ে ছাই হয়েছে।
প্রতাক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নামার আগ মুহুর্তে অগ্নিকান্ডের সূচনা হয়। চাড়াভিটা বাজার সংলগ্ন বাড়িটির মালিক হচ্ছেন মহিরণ গ্রামের মুদি ব্যবসায়ি আবু হানিফ। তিনি যশোর মোল্যা পাড়ার বাবুল মিয়ার ছেলে সুমনসহ আরো তিনজনের নিকট ভাড়া দিয়েছিলেন। তারা সকলেই পরিবারকে নিয়ে সেখানে থাকতেন। চারজনের একজন ভাংগাড়ির ব্যবসা করতেন, বাকিরা চাড়াভিটার বাজারে একটি বেকারিতে কাজ করতেন। অগ্নিকান্ডের সূচনা হলেই ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। টিন শেটের ঐ ঘরে প্লাষ্টিকের অনেক ভাংগাড়ি ছিল। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মালিক আবু হানিফ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ক্ষয় ক্ষতির পরিমান এষনও নির্ধারন করা সম্ভব হয়নি।