দীর্ঘদিন যাবৎ ভূমি দস্যুর দখলে থাকা জমি, প্রকৃত মালিক উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের হামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ার ধুপখালি গ্রামের নুর মোহাম্মদ নামে এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। আজ সকালে ভূমি দখলদার আবু বক্কার এর সাথে উক্ত সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার পূর্বক বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন আহত নূর মোহাম্মদ বলেন আজ সকালে আমার জমিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে আমার উদ্যেশে ভূমি দস্যুরা গালিগালাজ শুরু করে আমি তাদের গালিগালাজ করিতে নিষেধ করিলে ভূমি দস্যু আবু বক্কর জোদ্দার,তার স্ত্রী আখিরন ও তাদের নাতনী রিতু খাতুন ধারালো দাঁ, বাশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।এ ঘটনার প্রেক্ষিতে আহত পরিবারের লোকজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, বাঘারপাড়া থানার অফিসার্স ইনচার্জ সাহাদাৎ হোসেন বলেন বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।