আগামী ২৯ মে তৃতীয় ধাপে বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছয় চেয়ারম্যান, সাত ভাইস চেয়ারম্যান ও চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে এ নির্বাচন নিয়ে বাঘারপাড়া উপজেলার ভোটারদের মাঝে এখনও তেমন সাড়া লক্ষ্য করা যাচ্ছে না। মাঠে নির্বাচনি উত্তাপ নেই বললেই চলে। যার ফলে নির্বাচন এখনও পুরোপুরি জমে উঠেনি। এদিকে সরেজমিন বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচন বিষয়ে ভোটারদের মতামত ও আলাপ আলোচনায় অধিকাংশ সাধারণ ভোটাররা জানিয়েছেন, ভোট উপলক্ষে এখনো কোন চিন্তা ভাবনা আমাদের মাঝে নেই যতো গুলো প্রার্থী সকলেই আওয়ামীলীগের। বিএনপি বা স্বতন্ত্র কোন প্রার্থী নেই এই ভোটে। অনেকেই বলেন শুনতেছি এবছরের ভোট হবে ইভিএমএ ব্যালট নেই, দলীয় প্রতীক নেই, অন্য উপজেলায় ভোট যদি ফেয়ার হয় এবং ভোট পছন্দের প্রার্থীকে দেওয়া যায় তাহলে ভোট দিতে যেতে পারি না হলে ভোট কেন্দ্র যাবো না। আগামী ২৯ মে বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচন এ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, সাবেক এমপি পুত্র বর্তমান যুবলীগের আহব্বায়ক রাজীব রায়, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর, জেলা মৎসলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা। এসকল প্রার্থীগণ নিজেদের মতো করে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় তাদের মতো করে প্রচার প্রচারনা চালালেও ভোটারদের মাঝে কোন ভোটের উৎসাহ এখন পর্যন্ত দেখা মেলিনি।