বাঘারপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘারপাড়ার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক একই সাথে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু তালহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান, কৃষিবিদ তরুণ কুমার, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, সাবেক মেয়র আব্দুল হাই মনা, বিএনপি নেতা আব্দুর রহমান মিন্টু প্রমুখ।