বাঘারপাড়ার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে নাজিম উদ্দীন ফাউন্ডেশনের উদ্যেগে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। নাজিম উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার শাহা, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গোলাম মোস্তফা ফুল মিয়া,আমেরিকা প্রবাসী রিফায়েত হোসেন,বিশিষ্ট সমাজ সেবক শিক্ষক হাদিউজ্জামান লিটন সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী–অভিভাবক ও বাঘারপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ।