নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া: তুচ্ছ ঘটনা বাঘারপাড়ায় বেধড়ক মারপিটের শিকার হয়েছে পত্রিকা সরবরাহকারী শাহ আলম ও তার পরিবার। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। স্থানীয় কয়েকজন বিএনপি নেতাদের কাছে ধর্না দিয়েও কোন লাভ হয়নি। অসহায় পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পত্রিকা সরবরাহকারী শাহ আলম জানিয়েছেন, সে বাঘারপাড়া পৌর সভার এক নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া) বসবাস করেন। তার বাড়ীর ওয়াই ফাইয়ের পাসওয়ার্ড নিয়ে প্রতিবেশি রবিন দেব নাথের ছেলে জয়ের সাথে ঝগড়া হয়। এ বিষয়ে মীমাংসার জন্য গত ১১ সেপ্টেম্বর রাতে নারান নাথের ছেলে পচা দেব নাথের বাড়িতে শাহ আলম ও তার পরিবারকে ডাকা হয়। ঘটনার এক পর্যায়ে শালিসে উপস্থিত জয়, পচা, দূর্গা দেবনাথের ছেলে প্রকাশ, পচার ভাই গিট্টু, প্রকাশের মা মনিমালা ও সাধন দেবনাথ শাহ আলমসহ তার পরিবারের অন্য সদস্যদের বেধড়ক মারপিট শুরু করে। এ সময় শাহ আলমসহ তার স্ত্রী পারভীন ও তার বড় বোন রাশিদা আহত হয়। এ ঘটনার পরপরই শাহ আলমের প্রতিবন্ধি শ্যালক তরিকুলকে বৈদুতিক খুটিতে বেঁধে মারপিট করে। এ বিষয়ে এদিন রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়। বাঘারপাড়া থানা পুলিশ এ সময় আহতদের চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠায়। এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ গতকাল পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।
উল্লেখ্য শাহ আলমের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। নদী ভাঙ্গনে ভীটে মাটি হারিয়ে বাঘারপাড়ায় আশ্রয় নেয়। গত পাঁচ বছর ধরে সে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। উল্লেখিত ঘটনায় বিএনপি নেতারা তাকে সহযোগিতা না করে উল্টো ফাঁসানোর চেষ্টা করছে।
বাঘারপাড়া থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।