যশোরের বাঘারপাড়ায় গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে নারিকেলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে পৌরসভার বিপক্ষে জয় পেয়েছে।
বাঘারপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নী।
নির্ধারিত সময়ে তুমুল প্রতিদ্বন্দিতার মাঝেও কোন দল গোলের দেখা পায়নি। যে কারনে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে নারিকেলবাড়িয়া ফুটবল একাদশ ৪-৩ গোলে জয় লাভ করে। ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে নির্বাচিত হন নারিকেলবাড়িয়ার গোল রক্ষক মারুফ হোসেন,টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন পৌর একাদশের দিগন্ত বিশ্বাস, টুর্নামেন্টে সেরা গোলদাতার সুনাম অর্জন করেন পৌর একাদশের মুন্না।