বজ্রপাতে একমাত্র গাভী মারা যাওয়াতে দিশেহারা হয়ে পড়েছে বাঘারপাড়ার এক ভূমিহীন দিন মজুর। শোকে বিহ্বলও তার স্ত্রী। গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার বাঘারপাড়া গ্রামের পশি^ম পাড়ার ভূমিহীন দিন মজুর কাছেদ মোল্যার একমাত্র গাভীটি পাশর্^বর্তী মাঠে এ দিন সকালে বেঁধে আছে। দুপুর সাড়ে বারোটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এ সময় গরুর পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গরুটি মারা যায়। সংবাদ শুতে সেখানে ছুটে আসে কাছেদের স্ত্রী তাহমিনা বেগম। তার আর্তনাদ আর চিৎকারে ছুটে আসে আশেপাশের মানুষ। এ সময় তাহমিনা বিলাপ করে বলতে থাকে, আর ৮/১০ এর মধ্যে গাভিটি বিয়াতো। ৫/৬ মাস গাভীটির দুধ বিক্রি করেই সংসার চালিয়েছি। তাহমিনার আর্তনাদে উপস্থিত সকলেই হাহুতাশ করতে থাকে।
শোকে পাথর হয়ে যাওয়া কাছেদ জানান, ‘অনেক কষ্ট করেই শাহীওয়াল জাতের এই গাভীটি লালন পালন করতাম। আমি কাজে গেলে তহমিনাই ওর দেখভাল করত। নিজেরা না খেয়ে থাকলেও গাভীর খাবারে কখনও ঘাটতি হতে দেইনি। আনুমানিক প্রায় দেড় লাখ টাকা মুল্যের এ গাভী থেকে প্রায় ৬ মাস ৫ থেকে ৮ কেজি দুধ পেতাম। তা দিয়েই সংসারে অনেক খরচ চালিয়েছি। এখন আমার সব শেষ’।