স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়া উপজেলাতে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। সকালে ভূমি অফিস চত্তর থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন। উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, বাংলাদেশ ভূমি এসোশিয়েশন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলার সকল ভূমি কর্মকর্তা বৃন্দ।