যশোরের বাঘারপাড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেল শ্রমিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ৪০ ভোট পেয়ে সভাপতি ওহিদুর শিকদার ও সাধারন সম্পাদক পদে বাহারুল ইসলাম ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক পদে অসিম কুমার বিজয়ী হয়েছেন। সমিতির কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মাহফুজ। উৎসবমুখবর পরিবেশে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ ভোটগ্রহন চলে। এতে ৪ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। সভাপতি ওহিদুর শিকদারের ফুটবল প্রতিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতিকের মশিয়ার রহমান। তার প্রাপ্ত ভোট ১৯। সাধারন সম্পাদক পদের বাহরুল ইসলামের মোরগ প্রতিকের প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতিকের নাজমুল ইসলামের প্রাপ্ত ভোট ২১। এছাড়া ৩৮ ভোট পেয়ে সহসভাপতি পদে মাছ প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ইদ্রিস আলী। তার প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতিকের আব্দুল গফফার পেয়েছেন ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যানের অসিম কুমার ভোট পেয়েছেন ৩৯ এবং তার প্রতিদ্বন্দ্বী মাইক প্রতিকের সেলিম রেজা পেয়েছেন ২০ ভোট। সমিতির ৬০ জন সদস্যের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।