1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

বাঘারপাড়া উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি সুমি,সম্পাদক শামছুর সংগঠনিক বিল্লাল ও ইখলাচ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ ও সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হলেন বিল্লাল বিশ্বাস এবং একলাচ হোসেন। উৎসবমুখর ও সৌহার্দপূর্ন পরিবেশে শনিবার উপজেলার বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চলা এ ভোটে ৯টি ইউনিয়নের ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বি-বার্ষিক এ উপজেলা কমিটিতে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তানিয়া রহমান সুমি ও সাধারন সম্পাদক পদে শামসুর রহমান নেতা নির্বাচিত হয়েছেন।
এ পদে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক-১ পদে ৪৬৮ ও সাংগঠনিক সম্পাদক-২ পদে একলাচ হোসেন ৩৮৭ ভোট পেয়ে বিজয়ি হয়েছেন। এছাড়া মাসুদ আলম টিপু ২২১ ও আবু হোরায়রা আশা ১৩২ ভোট পেয়েছেন।

জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর বাঘারপাড়া উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১১ অক্টোবার নির্বাচনের তফসিল ঘোষণা করে যশোর জেলা বিএনপি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ১৫ আক্টোবার, প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবার এবং ১৯ অক্টোবার বাঘারপাড়ায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সভাপতি পদে তানিয়া রহমান সুমি (বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেনের সহধর্মিনী) একমাত্র প্রার্থী হওয়ায় এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মনোনয়ন ফরম প্রত্যাহার করায় বিনা ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয় সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান। নির্বাচিত চার নেতা পরবর্তী সময়ে উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। এর আগে গত ১০ অক্টোবার ৭১ সদস্যের ৯টি ইউনিয়ন কমিটি গঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়র হোসেন খোকন, সম্মানিত সদস্য গোলাম রেজা দুলু, এ্যাড. আনিচুর রহমান। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, থানা বিএনপির সাধারন সম্পাদক শামসুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট