যশোরের বাঘারপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন।গতকাল শনিবার বিকেলে চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পূর্বের আমির, অধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল আজিজ,উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার মজলিসে শুরা সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান, সেক্রেটারি যশোর জেলা পূর্বের অধ্যাপক মাওলানা আবু জাফর,সেক্রেটারি যশোর শহর শাখার সাংগঠনিক গোলাম কুদ্দুস,অধ্যাপক গোলাম রসুল, অধ্যাপক মাও: আব্দুল আজিজ,মাও: আজিজুর রহমান,মাও: আব্দুল জব্বার,মাও: অধ্যাপক রোস্তম আলী, মাও: আব্দুল হাই,রবিউল ইসলাম,বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বোরহান উদ্দীণ,নাজিবুল ইসলাম সায়াদ,মিনারুল ইসলাম,মাও: সিদ্দিকুর ইসলাম,রবিউল ইসলাম,মো: অলিয়ার রহমান,জিল্লুর রহমান প্রমুখ।