বেনাপোল চেকপোস্টে বিজিবির সফল অভিযানে প্রায় ২ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন, বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, মোবাইল এবং কসমেটিক্স পণ্য। এসবের সর্বমোট মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় পণ্য সামগ্রীর চোরাচালানের কারণে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
অধিনায়ক আরও বলেন, এই ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে ৮ জানুয়ারি বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সফলভাবে চোরাচালানীদের কাছ থেকে এই মোবাইল এবং অন্যান্য পণ্য জব্দ করতে সক্ষম হন।