বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সাবেক সভাপতি শেখ মনসুর আলী বলেছেন, ব্যবসায়ী সংগঠনের কাজ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা। কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা না। ব্যবসায়ী সংগঠনে সকল মতের ব্যবসায়ী থাকবেন এটিই নিয়ম। বিগত দিনে যশোরের অনেক ব্যবসায়ী বৈষম্যের শিকার হয়েছেন। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা চাই ব্যবসায়ী সংগঠনের মধ্যে যেন কোন বৈষম্য না থাকে।
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সংস্কার ও উন্নয়ন পরিষদ আয়োজিত নির্বাচনী সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে শহরের বকচর ডি কে কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মনসুর আলী আরও বলেন, নির্বাচনের মধ্যে দিয়েই মানুষ তার অধিকার আদায় করে। অথচ যশোরের এমন গুরুত্বপূর্ণ একটি সংগঠনে বিগত সাত বছর কোন নির্বাচন হয়নি। যারা এতদিন চেয়ারে বসে ছিলেন তারা ফ্যাসিস্ট কায়দায় সংগঠন পরিচালনা করেছেন। আমরা চাই তরুণদের হাত ধরে এই সংগঠন আবার উজ্জীবিত হয়ে উঠুক। এসময় সংস্কার ও উন্নয়ন পরিষদের নিরঙ্কুশ বিজয় কামনা করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে সংস্কার ও উন্নয়ন পরিষদের প্রার্থী এজাজ উদ্দিন টিপু বলেন, নির্বাচিত হলে পিছিয়ে পড়া ব্যবসায়ীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, চিকিৎসা ভাতা চালু করা হবে। একই সাথে কন্যাদায়গ্রস্ত ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমিতি থেকে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের উন্নয়নের পাশপাশি পরিবারের একজন সদস্য হয়ে তাদের সকল বিপদে পাশে থাকতে চাই। বিগত দিনে আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি বিপদে পড়লে সম্মান হারানোর ভয়ে সাহায্য চেতে পারে না। বর্তমানে সাহায্যের নামে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করা ট্রেন্ডে পরিনণত হয়েছে। আমরা এই সংস্কৃতির বিলুপ্তি করতে চাই। যাতে করে আমাদের একজন ব্যবসায়ী বিপদে পড়লে সহযোগিতা চেতে যেয়ে লজ্জায় না পড়ে।
এছাড়াও বছরে একবার বিনা চাঁদায় বনভোজন, প্রতিমাসে ১৫দিন অন্তর ব্যবসায়ীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনসহ ব্যবসায়ীদের উন্নয়নে নানান আশ্বাস দেন তিনি।
এজাজ উদ্দিন টিপু বলেন, আমরা একটি বৈষম্যহীন ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দুই বছরের জন্য অন্তত একবার আমাদের সমর্থন করুন। আমরা ব্যবসায়ীদের সকল আশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবো।
মতবিনিময় সভায় কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাউল্লাহ, সাবেক সভাপতি গোলাম ফারুক লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গোলাম সরওয়ার কাদের, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন আমু, কাজী শহিদুল ইসলাম ও পূজা উদযাপন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তপন কুমার সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংস্কার উন্নয়ন পরিষদের প্রার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম উদ্দীন খান।
আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বিবার্ষিক নির্বাচন।