মণিরামপুরে ফারিহা (১৪) নামে এক স্কুল ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে। গত রবিবার উপজেলার মল্লিকপুর চৌরাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত ফারিহা মল্লিকপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও শহীদ স্মরনীয় ঝাপা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
আহতের মা জাকিয়া খাতুন জানায়, গতকাল রবিবার আনুমানিক দুপুর দেড়টায় সময় পূর্বের ঝামেলাকে কেন্দ্র করে স্কুল থেকে বাড়ী ফেরার পথে মল্লিকপুর চৌরাস্তার মোড় মুনতাজ আলীর ছেলে হোসেন আলী ও তার স্ত্রী হাসি আমার মেয়ে ফারিহাকে চুল ধরে পাকা রাস্তার উপরে আছাড় দেয় এবং পায়ের জুতা দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন আমাদের বাড়ীতে খবর দিলে বাড়ির লোকজন উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়ের অবস্থার অবনতি হওয়ায় আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আমার মেয়ে বর্তমানে হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহতের মামা আজিজুর রহমান জানায়, ঘটনার পর বিষয়টি নিয়ে আমরা গতকাল রবিবার মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।