যশোরের বাঘারপাড়ায় কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে কেজি-৫ পর্যন্ত ৪৭৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন, পরীক্ষা নিয়ন্ত্রয়ক টিপু সুলতান, হল সুপার সিফানুর পারভীন, শিক্ষা সচিব জহির উদ্দীন, ইরা মডেল প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক জুবাইদা রিক্তা, বর্ণময় কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আঃ রহিম, শিশুকলি স্কুলের শিক্ষক ইনামুল কবীরসহ অন্যান্য শিক্ষক।
পরীক্ষায় কেজি-১ শ্রেণির ১৮৫ জন, কেজি-২ শ্রেণির ১১৯ জন, কেজি-৩ শ্রেণির ৭৩ জন, কেজি-৪ শ্রেণির ৪৫ জন, কেজি-৫ শ্রেণির ৫৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। ট্যালেন্টপুলে, এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে। পরবর্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা।
পরীক্ষা নিয়ন্ত্রয়ক টিপু সুলতান বলেন, বাঘারপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় নার্সারী থেকে ৫ম শ্রেণির পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষাগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।