যশোর শহরতলির পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া গেছে। গতকাল শুক্রবার রাতে ওয়াজ চলাকালীন এই চুরির ঘটনা ঘটে।
ওয়াজ মাহফিলে উপস্থিত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ নিজেদের মূল্যবান সামগ্রী হারিয়ে হতবাক হয়ে পড়েন। ঘটনার পর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে ভিড় জমাচ্ছেন।
থানা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বেলা ৩টা পর্যন্ত চুরি যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকারের ঘটনায় তিন শতাধিক জিডি লিপিবদ্ধ হয়েছে। থানার কর্মকর্তারা ধারণা করছেন, ভুক্তভোগীদের সংখ্যা আরও অনেক বেশি, এবং আসন্ন দিনগুলোতে জিডির সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওয়াজ শুনতে এসেছিলাম আত্মার শান্তির জন্য, কিন্তু এখানে এসে মোবাইল ফোন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।’
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।