যশোর সদর উপজেলার পুলেরহাটস্থ আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছে।
শুক্রবারসিন্ধা ৬টার দিকে আদ-দ্বীন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় ও শেষ দিনে মাহফিলে আলোচনা শুনতে এসে পদদলিত হয়ে আহত হয়।
আহতারা হলেন, মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।
আহতরা বর্তমানে অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, তারা সকলেই মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী কর্তৃক ইসলামী আলোচনা শুনতে এসছিলেন। মেইন গেটে তালা দেওয়া থাকায় তারা সকলে সেখানে অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে পিছনে থাকা ব্যক্তিরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয় এবং হঠাৎ সেখানে পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় পেছন থেকে ধাক্কায় সমানে দাঁড়িয়ে উপরিউক্ত ব্যক্তিরা পড়ে গিয়ে পদদলিত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা ইসলাম জানান, আহতরা সকলেই পদদলিত হয়ে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সকলেই আশঙ্কামুক্ত রয়েছে।