যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় শহরের মুড়লী অঞ্চল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম।
কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ যশোর জেলা বিএনপির পার্টি অফিস পুড়ানোসহ দুই থেকে তিনটি মামলার এজহারভুক্ত আসামি। পুলিশ অত্যন্ত বিশ্বস্তসূত্রে জানতে পারে রাজু আহমেদ মুড়লী অঞ্চলে আছেন। গোপন তথ্যের মাধ্যমে পুলিশের একটি টিম সন্ধ্যার সময় তাকে গ্রেফতার করে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।