যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছে, অতিতের সকল অপরাধের বিচার হবে। অন্যায় করে কাউকে পার পাওয়ার সুযোগ নেই। রাষ্ট্র সংষ্কার চলছে সবক্ষেত্রে। মিডিয়াতেও সংষ্কার করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার সকালে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার তিনি এ কথা বলেছে।
জেলা প্রশাসক বলেছেন, বৈশম্য বিরোধী ছাত্র জনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারা স্বৈরাচারের পক্ষে। ফলে কোন স্বৈরাচারী মনোভাবাসম্পন্ন মানুষ রাষ্ট্রের কোন পর্যায়ে থাকবে না। তারা বিগত ১৭ বছর মানুষের মধ্যে শ্রেনি বিভেদ তৈরী করে অত্যাচার নির্যাতন করেছে। সকল নির্যাতনের বিচার সরকার করবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারন সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফ, সাবেক সভাপতি এম আইউব,সরোয়ার হোসেন, হানিফ ডাকুয়া, জুয়েল মৃধা, টিআই তারেক, জুবায়ের আহমেদ, গোলাম মোস্তফা মুন্না, এম আর খান মিলন প্রমুখ।
এছাড়া মত বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু,কোষাধাক্ষ্য এম আর মশিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম সিনিয়র সদস্য রাজেক জাহাঙ্গীর শেখ আব্দুল্লাহ হুসাইন, মো রফিকুল ইসলাম,আশরাফুল আজাদ, ফিরোজ গাজী,
প্রমুখ।
সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্যরা বলেছেন,বিগতদিনে সাংবাদিকদের মধ্যে বিভাজন করা হয়েছিল। এক পক্ষ বিশেষ চেতনার কথা উল্লেখ করে তার পক্ষে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে। নতুন বাংলাদেশে কোন বৈশম্য থাকার পক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোর না। সকলের যাতে সমান অধিকার থাকে সে ব্যবস্থা সরকারকে নিতে হবে।