‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যে যশোরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন হয়েছে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে বুধবার শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বেলুন উড়িয়ে, ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সনাক যশোর ও জেলা প্রশাসনের আয়োজনে মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী দিনে সনাক যশোরের সভাপতি অধ্যাক্ষ শাহীন ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবির খুলনা বিভাগীয় ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দীন, সনাক যশোরের সদস্য অ্যাডভোকেট কামরুন্নাহার কনা।
মেলায় ২৪টি স্টলের মধ্যে রয়েছে, জেলা তথ্য অফিস, সিভিল সার্জন কার্যলয়, জেলা সমবায় কার্যলয়, জেলা লিগ্যাল এইড অফিস, জনস্বাস্থ্য।