টানা দুই দিনের বৃষ্টিতে যশোর শহরের নিম্ন অঞ্চলে বন্যার রূপ নিয়েছে। এসব এলাকায় বসবাসকারীরা পানিবন্দি হয়ে পড়েছেন। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কিছু এলাকার বাসিন্দারা। পানি বন্দি এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তার নির্দেশে রোববার রাতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, টানা বৃষ্টিতে যশোরের অনেক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এসকল পানি বন্দি মানুষের পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তার নির্দেশে দ্রুত খাবার রান্নার ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর শহরের রেল লাইনের দুই পাশ, আনসার ক্যাম্প, পশু হাসপাতাল, হারানের বস্তি, ছোটনের মোড়সহ বিভিন্ন এলাকার প্রায় হাজার খানিক পরিবারের মাঝে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খাবার বিতরণ করে।