গতকাল যশোরে পৃথক তিনটি অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩০৪ বোতল ফেনসিডিল এবং ৩৮ লিটার মদ উদ্ধার করেছে। এসময় একজনকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌগাছার শাহাজাদপুর বিওপি’র টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ১৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আর বেনাপোল বিওপি’র টহলদল বেনাপোল-যশোর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগ হতে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও আমড়াখালী চেকপোস্টে বিসমিল্লাহ পরিবহনের একটি লোকাল বাস তল্লাশি করে বাসের বক্সে ৩ টি প্লাস্টিকের জারিকেনে ৩৮ লিটার বাংলা মদসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্য থানায় হস্তান্তর এবং মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।