যশোরে বৃদ্ধমাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রবাসী ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব বারান্দিপাড়ার মৃত আব্দুল মতলেবের স্ত্রী কোহিনুর বেগম কোতোয়ালি থানায় তার ছেলে স¤্রাট ও বৌমা রওশন আরার বিরুদ্ধে এ অভিযোগ দেন। কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।
কোহিনুর অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী সরকারী চাকরিজীবী ছিলেন। এখন তিনি আর বেচে নেয়। পেনশনের টাকা ও বাড়ির বিভিন্ন মালামাল, সোনা গহনা বিক্রি করে তার ছেলে স¤্রাটকে সিঙ্গাপুরে পাঠান। গত দেড়মাস আগে ছুটিতে বাড়ি আসেন সম্রাট। এরপর থেকে তার উপর নানা ধরণের নির্যাতন শুরু করে। তার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি ধামকি দেয়া শুরু করে। সম্রাট ও তার স্ত্রী বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা করে। এমনকি সবসময় গালিগালিজ করতে থাকে। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় ছেলে ও বউ তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। না যাওয়ায় তাকে মারপিট করে জখম করে। পরে বাড়ি থেকে না চলে যাওয়ায় কোহিনুরকে বিবাদীরা হত্যা করে লাশ গুমের হুমকি দেয়। বর্তমানে কোহিনুর নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এস.আই তারেক নাহিয়ান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত শুরু হয়েছে।