1. live@www.chitrarpar.com : news online : news online
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

যশোরে মাদকসেবনের নিরাপদ স্থান হাসপাতাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিকে মাদক সেবীদের আনাগোনা বেড়েছে। সন্ধ্যার পর মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে হাসপাতালকে বেছে নিয়েছে তারা। এতে করে রোগী ও স্বজনরা হুমকির মুখে পড়ছে। এবিষয়ে জেলা পুলিশকে বিশেষ অভিযানের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এতথ্য জানান।

এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যানজট নিরসন ও পরিচ্ছন্ন শহর গড়ার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। প্রয়োজনে বিশেষ পর্যবেক্ষণ দল গঠন এবং শহরে অবৈধ যানবাহন প্রবেশের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করার কথা বলেছেন তিনি।

জেলা প্রশাসক বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের প্রধান দায়িত্ব ছিলো জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট। যানজট নিরসন ও পরিচ্ছন্ন শহর গড়ার বিষয়ে কোন রকম ছাড় দেয়া হবে না। সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর আমরা যশোরবাসীকে উপহার দিতে চাই।

জেলা প্রশাসক আরও বলেন, জনস্বার্থের প্রয়োজনে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হয় সেটি নেয়া হবে। একই সাথে বাজার মনিটরিং জোরদার করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উন্মুক্ত আলোচনায় ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, শহরের যানজটের অন্যতম কারণ অবৈধ অটো রিকশা ও ইজিবাইক। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি ইজিবাইক শহরে প্রবেশের ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় পৌরসভার সহযোগিতা ছাড়া যানজট নিরাসন সম্ভব হচ্ছে না।

পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, যানজট নিরসনে পৌরসভার পক্ষ থেকে পাইলট পরিকল্পনা করা হচ্ছে। শহরের প্রবেশমুখে চৌকি বসিয়ে অবৈধ যানবাহন প্রবেশে বাধাসহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। দ্রুতই সেগুলো কার্যকর করা হবে।

পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশিং কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিলো। তবে বর্তমানে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে। এখনো ট্রাফিক বিভাগ পরিপূর্ণ কাজ শুরু করতে না পারায় শহরের যানজট সমস্যা কাটছে না। সেক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে কথা জানিয়েছেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরটিএ যশোরের উপপরিচালক মাহফুজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট