যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোস্ট মোড়ে অবরোধ করে আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবস্থানের সময় যোহরের নামাজের সময় হলে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে জোহরের নামাজ আদায় করেন শিক্ষার্থীরা। পাশেই অবস্থান নিয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদের স্লোগান ও আন্দোলন চালিয়ে যান।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালেক্টর চত্বর থেকে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর পলেটেকনিক কলেজসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, কয়েক হাজার শিক্ষার্থী যশোর-বেনাপোল মহাসড়ক বন্ধ করে সড়কে অবস্থান নেন। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তায় দুপাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
আন্দোলনকারী শিক্ষার্থী রিফাত মাহমুদ বলেন, কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সুষ্ঠু আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়ে আমাদের সহযোদ্ধা বন্ধুকে হত্যা করেছে, আমরা এই হত্যারও বিচার চাই।
অপর এক আন্দোলনকারী বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। এটি কোন রাজনৈতিক আন্দোলন না। কিন্তু একদল মানুষ আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো এই আন্দোলনের সমর্থন দেয়ার জন্য।
এদিকে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জুয়েল ইমরান জানান, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। যশোরে কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি ।