ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শহরের দেশ ক্লিনিকে তার গর্ভবতী মেয়েকে সিজারিয়ান করার জন্য ভর্তি করা হয়। কিন্তু সেখানে ভুল চিকিৎসায় তার মেয়ে রুকুর মৃত্যু হয়। এ ঘটনায় আমি মামলা করি। মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। বর্তমানে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত রুকুর বাবা আব্দুল আলিম। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজনসহ আইনজীবী।