স্টাফ রিপোর্টার: যশোরে দশ দিন ধরে মনিরুল ইসলাম (২৪) নামে এক যুবক নিখোঁজ রয়েছে।
সে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
গত মাসের ২৭ই আগস্ট বিকাল চারটার দিকে বাড়ি থেকে ধর্মতলার উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ।
এ ঘটনায় নিখোঁজ মনিরুল ইসলামের বাবা আবুল কালাম আজাদ ৩০শে আগস্ট যশোর কোতোয়ালী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।আবুল কালাম আজাদ জানান, গত মাস দু’য়েক আগে ঝিনাইদহ এলাকার রত্না নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। রত্না যশোর চাঁচড়া পুলেরহাট আদদীন নার্সিং চাকরি করতো। দিন দশেক ছেলের সঙ্গে সংসার করে রত্না ঢাকাতে চলে যায়। এরপর ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।